যানজটে অচল ভোমরা স্থলবন্দর; নষ্ট হচ্ছে কাঁচামাল

|

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সৃষ্টি হয়েছে স্মরণকালের ভয়াবহ যানজট। এজন্য বাধাগ্রস্ত হচ্ছে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম।

রোববার (৩ অক্টোবর) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্দরের ৫ কিলোমিটার এলাকাজুড়ে শত শত ট্রাক দাঁড়িয়ে আছে। অনেক ট্রাক দুই দিন আগে থেকে রাস্তায় বসে ভারতে প্রবেশের অপেক্ষায় রয়েছে। যানজটের কারণে পণ্যবাহী ট্রাক বন্দর থেকে বের হতে না পারায় কার্যত অচল হয়ে পড়েছে ভোমরা স্থলবন্দরের কার্যক্রম। বন্দরেই নষ্ট হচ্ছে আমদানিকৃত পেঁয়াজ, আদাসহ বিভিন্ন কাচামাল।

ট্রাক চালকরা জানান, তারা গতকাল থেকে বন্দরের রাস্তায় অবস্থান করছেন। প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ যানযটের ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেকে দুই দিন ধরে রাস্তায় রয়েছেন। ভারতে ধীর গতিতে গাড়ি প্রবেশ করছে। এজন্য সময় লাগছে। অবস্থার উত্তরণে দ্রুত ট্রাক টার্মিনাল নির্মাণের দাবি তুলেছেন তারা।

তবে গত দুইদিন বন্দর বন্ধ থাকায় ও রপ্তানি পণ্যবাহী ট্রাক বেশি আসায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply