ভারতকে আটকে দিলো ১০ জনের বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

নিজেদের দ্বিতীয় ম্যাচে দারুণ খেলে ফেবারিট ভারতকে ১-১ গোলে রুখে দিয়েছে বাংলাদেশ। ১-০’তে পিছিয়ে পড়ার পর লালকার্ডের কারণে ১০ জনের দলে পরিণত হয় জামাল ভুঁইয়ার দল। সেখান থেকে ডিফেন্ডার ইয়াসিন আরাফাতের গোলে ম্যাচ ড্র করে বাংলাদেশ।

সোমবার মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৫টায় খেলাটি শুরু হয়। ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ভারত। খেলার ২৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী।

পিছিয়ে পড়া বাংলাদেশ খেলায় ফেরার আগেই দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একটি ধাক্কা খায়। খেলার ৫৪ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বিশ্বনাথ ঘোষ।

এরপর একজন সদস্য কম নিয়েই লড়াই চালিয়ে যান জামাল ভূঁইয়া। খেলার ৭৪ মিনিটে ইয়াসিন আরাফাতের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। এরপর উভয় দল গোলের জন্য মরিয়া হয়ে খেলেও সাফল্য পায়নি। যে কারণে ১-১ ড্রয়ে মীমাংসা হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply