আবারও বাড়ছে সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্পের মেয়াদ

|

ফাইল ছবি।

আবারও বাড়ছে সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্পের মেয়াদ। পাঁচ বছর আগে নেয়া এই প্রকল্পের বাস্তবায়ন সন্তোষজনক হয়নি। নির্মাণ ও পরামর্শক খাতে ব্যয় বৃদ্ধি; মূল্যস্ফীতি সমন্বয় করায়, প্রকল্পটি সংশোধনের প্রস্তাব দিয়েছে ঢাকা ওয়াসা।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায়,উপস্থাপন করা হয়েছে এই সংশোধনী ব্যয় প্রস্তাব।

প্রকল্পটি বাস্তবায়নে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর একনেক সভায় অনুমোদন দেয়া হয় ৪ হাজার ৫৯৭ কোটি টাকা। তবে পাঁচ বছর পর সাড়ে ৬৩ শতাংশ ব্যয় বাড়িয়ে এখন নতুন প্রস্তাব করা হয়েছে ৭ হাজার ৫১৮ কোটি টাকা।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার হরিয়ায় মেঘনা নদী থেকে অপরিশোধিত পানির ট্রান্সমিশন লাইন বসিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাকরাইল, পল্টন, কমলাপুর, যাত্রাবাড়ী এলাকায় সরবরাহ করা হবে। সভায় মোট ৯টি প্রকল্প অনুমোদনের জন্য তোলা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply