শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনার পর ভারতের সাথে ড্র; আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে সাফ ফুটবল খেলতে থাকা বাংলাদেশের ফুটবলাররা। সামনের ম্যাচ স্বাগতিক মালদ্বীপের বিরুদ্ধে। কিন্তু বাংলাদেশকে ঠেকাতে মাঠে নয়, মাঠের বাইরে গেম খেলছে মালদ্বীপ।
সাধারণত দুই পক্ষের দর্শকদের জন্য ৫০ শতাংশ করে টিকেট বরাদ্দ রাখা হয়। কিন্তু স্বাগতিক বলে বাংলাদেশের জন্য রাখার কথা ছিল মাত্র ১০ শতাংশ টিকেট। কিন্তু জানা গেছে, সেই ১০ শতাংশ টিকেটও এবার বাংলাদেশকে দিতে চাচ্ছে না তারা। অর্থাৎ, গ্যালারিতে কোনো বাংলাদেশি সমর্থকের উপস্থিতিই মেনে নিতে চাচ্ছে না মালদ্বীপ।
কয়েকটি সংবাদমাধ্যম চেষ্টা করেছিল ঘটনাটি জানতে। জানা গেছে, তাদের উপর এক রকম চড়াও হওয়ার ঘটনাও ঘটেছে। তাই বলা যায়, মালদ্বীপ যেন বাংলাদেশকে কিছুটা ভয়ই পাচ্ছে। মাঠে বাংলাদেশকে ঠেকানোর চেয়ে মাঠের বাইরেই যেন বেশি ব্যস্ত হয়ে পড়েছে মালদ্বীপ শিবির!
এম ই/
Leave a reply