রামগড়ে ইট দিয়ে আঘাতের পর পুড়িয়ে হত্যা

|

ঘাতক আরফিন শরীফ পাটোয়ারী।

খাগড়াছড়ির জেলার রামগড়ে চাইথোয়াই মারমা (৬২) নামে এক ব্যক্তিকে ইট দিয়ে আঘাতের পর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরফিন শরীফ পাটোয়ারী নামক এক যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক শরীফ রামগড় রেস্ট হাউজের কর্মচারী আবু আহাম্মদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধা সাড়ে ৬টার সময় রামগড় পৌরসভার মাস্টারপাড়া নিজ বাড়ির সামনে রাস্তার ধারে বসেছিলেন চাইথোয়াই মারমা। এসময় আরফিন শরীফ পাটোয়ারী প্রথমে তাকে ইট দিয়ে মাথায় আঘাত করলে অচেতন হয়ে পড়েন চাইথোয়াই মারমা। পরে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় ঘাতক শরীফ। এতে ভুক্তভোগীর শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়।

দগ্ধ অবস্থায় স্থানীয়রা চাইথোয়াইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে অংশেউ মারমা জানান, ঘাতক আমাদের প্রতিবেশি। সম্প্রতি সে তাদের ঘরে আগুন ধরিয়ে দিয়েছিলো। এ ঘটনায় আমার বাবা থানায় অভিযোগ করলে সে ক্ষুব্ধ হয়ে আজ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

স্থানীয় কাউন্সিলর আহসান উল্যাহ জানান, শরীফ একজন মাদকাসক্ত। একমাস আগে তাকে বিয়ে করালেও ৩দিনের মাথায় তার সংসার ভেঙে যায়। তার বিরুদ্ধে এলাকায় অনেক অভিযোগ রয়েছে।

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হান উদ্দিন কাজেমী জানান, ঘটনার পর ঘাতককে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা সে স্বীকার করেছে। মামলার প্রস্তুতি চলছে, তদন্তে হত্যার কারণ জানা যাবে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply