আর্জেন্টিনা সমুদ্র উপকূল থেকে ২টি তিমি উদ্ধার

|

আর্জেন্টিনা সমুদ্র উপকূল থেকে ২টি তিমি উদ্ধার

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার সমুদ্র উপকূলে আটকে যাওয়া ২টি তিমিকে মুক্ত করলেন স্বেচ্ছাসেবীরা। রাজধানীর খুব কাছেই হয় এই ঘটনা।

স্বেচ্ছাসেবক সংগঠন- মুন্ডো ম্যারিনো ম্যারিটাইম ফাউন্ডেশনের তথ্য অনুসারে, মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে বালুবেলায় আটকে যায় তিমিগুলো। প্রত্যেকটি প্রাণীর ওজন ৭ টনের বেশি। ক্রেনের মাধ্যমে, বালু খুঁড়ে উদ্ধার করা হয় তিমিগুলোকে। ফেরৎ পাঠানো হয় সমুদ্রে।

ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে অগভীর পানিতে চলে এসেছিলো প্রাণীগুলো। ঢেউয়ের ধাক্কায় এসে আটকে যায় তীরে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply