ভুল বোঝাবুঝির কারণে দুর্ঘটনা: নেপাল সিভিল এভিয়েশন

|

কাঠমান্ডুতে বাংলাদেশি বিমান দুর্ঘটনার জন্য তথ্যের ভুল বোঝাবুঝিকে দায়ী করলো নেপালের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। কন্ট্রোল টাওয়ার থেকে দেয়া তথ্য নিয়ে বিমান চালক বিভ্রান্ত ছিলেন, এমনটাই দাবী কর্তৃপক্ষের।

এক ব্রিফিংয়ে, নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক সঞ্জীব গৌতম এই দাবী করেন। বলেন, কন্ট্রোল টাওয়ার থেকে যে তথ্য সরবরাহ করা হয়েছিলো সেই অনুযায়ী বিমান চালনা করতে ব্যর্থ হন পাইলট। রানওয়ের দক্ষিণ প্রান্ত দিয়ে অবতরণের জন্য নির্দেশ দেয়া হলেও উত্তর অংশ দিয়ে সেটি অবতরণ করা হয়। বিমানটি উত্তর অংশেই বিধ্বস্ত হয় বলেও জানান সিভিল এভিয়েশন ডিজি।

দুর্ঘটনার শিকার বিমানটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিলো না, বলে জানান সঞ্জীব গৌতম। এদিকে বিমান দুর্ঘটনার বিষয়ে তদন্ত করতে নেপালকে সহায়তা করার ঘোষণা দিয়েছে চীন। নিহতদের তালিকায় চীনের এক যাত্রীও রয়েছেন।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply