বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বৃহস্পতিবার শোক

|

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে একদিনের ‌‌‌’শোক দিবস’ ঘোষণা করা হয়েছে। এছাড়া আগামী শুক্রবার মসজিদ-মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনাসভা অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই জরুরি বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী,স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও যোগ দেন বিভিন্ন বাহিনীর প্রধানগণ। বৈঠকে দুর্ঘটনার বিষয়ে সবশেষ তথ্য নিয়ে আলোচনা করা হয়।সোমবারের মর্মান্তিক এই দুর্ঘটনার পর সিঙ্গাপুর সফরে থাকা প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফর সংক্ষিপ্ত করে গতকাল বিকেলে দেশে ফিরে আসেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply