তদন্ত প্রতিবেদনে নাম নেই শাকিব খানের

|

‘রাজনীতি’ সিনেমায় রাজমিস্ত্রী ইজাজুল মিয়ার মোবাইল নম্বর ব্যবহার ও মানহানির মামলায়, নায়ক শাকিব খানকে বাদ দিয়ে তদন্ত প্রতিবেদন দিয়েছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।

সকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শম্পা জাহানের আদালতে এ তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। বাদীপক্ষের আইনজীবী বলেন, মামলার প্রতিবেদনে রাজনীতি সিনেমার পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। তবে শাকিব খান ঘটনার সাথে জড়িত, এমন কোন প্রমাণ পাওয়া যায়নি। পুরো মামলা শাকিব খানকে ঘিরে আবর্তিত। তাই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে না-রাজি আবেদন করবেন তারা।

রাজনীতি চলচ্চিত্রে শাকিব খানের কণ্ঠে একটি মোবাইল নাম্বার উচ্চারিত হয়। সেটি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রাজমিস্ত্রী ইজাজুল মিয়ার নাম্বারের সাথে মিলে যায়। ইজাজুলের দাবি, এরপর থেকেই সাকিব ভক্তরা অনবরত ফোন করলে, অতিষ্ট হয়ে পড়েন তিনি। এ ঘটনায় গত বছর ২৯ অক্টোবর ইজাজুল রাজনীতি চলচ্চিত্রের নায়ক , পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply