ভাসানচরে যুক্ত হলো জাতিসংঘ, চুক্তি স্বাক্ষর

|

জাতিসংঘ ভাসানচরে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে মানবিক কার্যক্রম পরিচালনা করবে।

ভাসানচরে জাতিসংঘের সম্পৃক্তকরণ বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে সমঝোতা স্মারক সই করেছেন সংস্থাটির শরণার্থী বিষয়ক হাইকমিশনার।

শনিবার (৯ অক্টোবর) দুপুর ১২ টায় বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এসময় সরকারের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন এবং জাতিসংঘের পক্ষে ইউএনএইচসিআর এর বাংলাদেশের প্রতিনিধি জোহানেস ভ্যান ডার ক্লো স্বাক্ষর করেন। চুক্তির আলোকে জাতিসংঘ ভাসানচরে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে মানবিক কার্যক্রম পরিচালনা করবে।

সবার সম্মতিক্রমে সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ায় দাতা দেশ ও দাতা সংস্থার সহায়তায় কোনো ঘাটতি হবে না। কক্সবাজারের মতোই ভাসানচরে দাতা সংস্থা কাজ করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এসময় জাতিসংঘের বাংলাদেশ প্রতিনিধি জোহানেস ভ্যান ডার ক্লো ভাসানচরে রোহিঙ্গাদের সব ধরনের সহায়তা দেয়ার আশ্বাস দেন। মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, প্রায় ২০ হাজারের মতো রোহিঙ্গাকে ইতোমধ্যে ভাসানচরে নেয়া হয়েছে। আগামী এপ্রিলের মধ্যে আরও ৮০ হাজার রোহিঙ্গাকে সেখানে নেয়ার লক্ষ্য সরকারের।

গণহত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের আগস্ট মাসে লাখ লাখ রোহিঙ্গা নাগরিক কক্সবাজারে এসে আশ্রয় নিতে থাকে। এর আগেও বিভিন্ন সময় দলে দলে রোহিঙ্গারা এসে কক্সবাজারে আশ্রয় নেয়। এতে প্রায় ১১ লাখ রোহিঙ্গা নাগরিক এখন কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে অবস্থান করছে। পরবর্তীতে কক্সবাজারের সামাজিক সমস্যা সৃষ্টির প্রেক্ষাপটে তাদের একটি অংশকে হাতিয়ার কাছে মেঘনা মোহনার দ্বীপ ভাসানচরে স্থানান্তরের কার্যক্রম শুরু করে সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply