শিক্ষক ও নাট্যকার আফসার আহমেদ মারা গেছেন

|

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. আফসার আহমেদ মারা গেছেন।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এশার নামাজের পর বিশ্ববিদ্যালয়ে তারা জানাজা হতে পারে।

হঠাৎ হৃৎক্রিয়ায় সমস্যা দেখা দিলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি মারা যান।

আফসার আহমদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। পরে ১৯৮৬-৮৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টিতে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠিত হলে তিনি সেখানে শিক্ষকতা শুরু করেন। চাকুরিজীবনে তিনি বিশ্ববিদ্যালয়টির নানা পদে দায়িত্ব পালন করেছেন।

প্রতিষ্ঠাকাল থেকে তিনি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে শিক্ষকতায় নিয়োজিত থেকে বিভাগের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডীন, প্রক্টর, সিনেট-সিন্ডিকেটের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৫৯ সালে মানিকগঞ্জ জন্মগ্রহণ করেন নাট্যকার ও নাটক ও নাট্যতত্ত্বের এই স্বনামধন্য শিক্ষক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply