নিয়ামক হয়ে উঠবে টস, আসতে পারে পরিবর্তন

|

  • নিদাহাস ট্রফিতে এখন পর্যন্ত টসজয়ী দলই জিতছে ম্যাচ।
  • বাংলাদেশ একাদশে আসতে পারে পরিবর্তন

নিদাহাস ট্রফিতে আজ  ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের। স্বভাবতই টাইগাররা চাইবে ভারতের বিপক্ষে ম্যাচটি জিতে ফাইনাল নিশ্চিত করতে। আজকের ম্যাচে নিয়ামক ভূমিকা রাখতে পারে টস। এখন পর্যন্ত টস জয়ী দলই জিতেছে সবগুলো ম্যাচ।

প্রথম দুই ম্যাচ একই একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে আজকের ম্যাচের বাংলাদেশ একাদশে আসতে পারে পরিবর্তন। শ্রীলঙ্কার বিপক্ষে বাজে বোলিংয়ের খেসারত দিতে হতে পারে পেসার তাসকিন আহমেদকে। সুযোগ মিলতে পারে আবু হায়দারের। সাব্বির রহমানের বাদ পড়া নিয়েও আছে জোর গুঞ্জন। তার জায়গায় আরিফুল হককে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। শেষ ম্যাচে সাব্বিরের দৃষ্টিকটু রানআউট নিয়ে উঠেছে নিন্দার ঝড়। বিরক্তি প্রকাশ করেছেন স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।

এই সিরিজের ম্যাচগুলোর চিত্রনাট্য মোটামুটি একই। যে দলই টস জিতছে, তারা ফিল্ডিং নিচ্ছে। শেষ পর্যন্ত ম্যাচও জিতছে টসজয়ী দল। তবে দিনশেষে শুধু টসভাগ্যের দিকে চেয়ে থাকলে চলছে না বাংলাদেশের। ফাইনালে যেতে হলে, আজকের ম্যাচে আরো একবার গর্জে উঠতে হবে টাইগারদের।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply