কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আর্মাড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং জেলা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ ৫ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছে নুর কামাল নামে একজন তালিকাভূক্ত সন্ত্রাসীও।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, ১ রাউন্ড কার্তুজ ও ১২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটককৃতরা হলো তালিকাভূক্ত সন্ত্রাসী নুর কালাম, ওসমান, আক্তার হোসাইন এবং ওয়ারেন্টভুক্ত আসামী ফয়েজ ও মোঃ আবুল কালাম।
আজ রোববার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে এপিবিএন এবং উখিয়া থানা পুলিশের এই যৌথ অভিযানের বিষয়টি একটি প্রেস রিলিজ দিয়ে নিশ্চিত করেছেন ১৪-এপিবিএন অধিনায়ক মো: নাইমুল হক।
এবিপিএন সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সাধারণ রোহিঙ্গাদের ভয়-ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত এবং ওয়ারেন্টভুক্ত আসামি। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a reply