ভাসতে থাকা ৫৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করলো ইতালি

|

ছবি: সংগৃহীত

ভূমধ্যসাগরের ইতালি উপকূল থেকে ১৭ শিশুসহ ৫৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তারা বেশিরভাগই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।

স্থানীয় সময় রোববার (১০ অক্টোবর) রাতে তাদেরকে উপকূলে নিয়ে আসে ইতালির একটি এনজিও সংস্থা।

উদ্ধারকারীরা জানান, ইউরোপে পাড়ি দেয়ার উদ্দেশ্যে লিবিয়া উপকূল থেকে একটি নৌকায় করে রওনা হয় তারা। ২৪ ঘণ্টার বেশি সময় ধরে সাগরে ভাসছিলো এসব অভিবাসনপ্রত্যাশীরা। পরে খবর পেয়ে সবাইকে জীবিত উদ্ধার করা হয়। এদের বেশিরভাগই সিরিয়া, সোমালিয়া, ইরিত্রা, ইথিওপিয়া ও সুদানসহ আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।

তথ্য বলছে, ২০১৫ সাল থেকে প্রতিবছর গড়ে ১০ লাখের বেশি মানুষ ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি জমাতো। কঠোর সীমান্ত নীতির কারণে গেলো কয়েক বছরে তা দেড় লাখে নামলেও করোনার কারণে আবার বেড়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার প্রচুর মানুষও লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করে। পাড়ি দেওয়ার সময় মৃত্যুর মত ঘটনাও ঘটছে অহরহ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply