ফেনীতে শিক্ষার্থী ঝরে পড়ার হার ভীতিকর

|

করোনার দীর্ঘ ছুটির পর মাসখানেক হলো খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে এখনও ফেনীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনুপস্থিত বহু শিক্ষার্থী। অনুপস্থিত শিক্ষার্থীদের অধিকাংশই ঝরে পড়েছে বলে শঙ্কা প্রকাশ করছেন শিক্ষকরা। ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

শিক্ষার্থীদের পদচারণায় মুখর ফেনীর স্কুল-কলেজ। স্বাস্থ্যবিধি মেনেই চলছে ক্লাস। আছে করোনা সচেতনতামূলক প্রচারণাও। তবে এর মধ্যে ছাত্র-ছাত্রী অনুপস্থিতির হারও অনেক। শিক্ষকরা বলছেন, করোনার প্রভাবে দীর্ঘদিন বন্ধ ছিলো শিক্ষাপ্রতিষ্ঠান। এর ফলে বাল্যবিয়ের শিকার হয়েছে অনেক ছাত্রী। জীবিকার তাগিদে কর্মসংস্থানে জড়িয়েছে ছাত্ররা।

বিষয়টি ভাবাচ্ছে শিক্ষা সংশ্লিষ্টদের। ঝড়ে পড়া রোধের পাশাপাশি শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ফেনী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সেলিম উল্লাহ।

তবে পর্যবেক্ষণে দেখা যায়, সন্তানদের ভবিষ্যত সুরক্ষায় সচেতন নন অধিকাংশ অভিভাবক। সন্তানদের স্কুল বন্ধ করার পক্ষে তাদের রয়েছে নানা অজুহাত।

প্রসঙ্গত, ফেনীতে সরকারি-বেসরকারি মিলিয়ে ৯ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ঝরে পড়ার হার সব জায়গায় সমান না হলেও স্কুলগুলোর দুশ্চিন্তার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে ঝরে পড়ার শিক্ষার্থীর হার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply