রেজওয়ানুল সিঙ্গাপুরে, ইয়াকুব-হাসিকে ভারতে পাঠানো হচ্ছে

|

নেপালে বিমান দুর্ঘটনায় আহতদের সবশেষ অবস্থা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আহত ১০ জনের মধ্যে অনেকেই সিঙ্গাপুর ও ভারতে যাচ্ছেন। এরই মধ্যে রেজওয়ানুল হককে সিঙ্গাপুর নেয়া হয়েছে। এছাড়া ইয়াকুব আলী ও ইমরানা কবির হাসিকে চিকিৎসার জন্য স্বজনরা ভারতে নিয়ে যাবেন।

আহত বাকি ৭ জনের মধ্যে শাহীন ব্যাপারী, কবির, হোসেন, শেখ রাশেদ রুবায়তের চিকিৎসা চলছে কাঠমান্ডুর হাসপাতালগুলোতে। আলমুন নাহার অ্যানি, মেহেদি হাসান, কামরুন্নাহার স্বর্ণা ও শাহরিন আহমেদকে শিগগিরই দেশে ফিরিয়ে আনবেন স্বজনরা।

উল্লেখ্য, স্থানীয় সময় সোমবার বেলা ২টা ১৮ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয় ইউএস-বাংলার বোম্বার্ডিয়ার ড্যাশ-৮ কিউ৪০০ মডেলের বিমানটি। এতে বিমানে থাকা ৭১ আরোহীর এতে ২৬ বাংলাদেশিসহ নিহত হয়েছেন ৫১ জন।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply