স্বীকৃতি না পেলে আবারও বেপরোয়া হয়ে উঠতে পারে তালেবান: ইমরান খান

|

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সম্প্রতি লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিশ্বকে অবশ্যই আফগানিস্তানের সাথে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে। না হলে উগ্রপন্থী তালেবানরা আবারও ২০ বছর আগেকার কট্টোরপন্থা অবলম্বন করতে পারে। আর তা হবে এ অঞ্চলের জন্য এক মারাত্মক বিপর্যয়। এ অঞ্চলে আইএস ঠেকাতে কাবুলে একটি স্থিতিশীল সরকারের কোনো বিকল্প নেই।

সোমবার লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট আইকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সাক্ষাৎকারে আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক, অধিকৃত কাশ্মীরে ভারতের পদক্ষেপ, উইঘুরদের নিয়ে চীনের তৎপরতার বিরুদ্ধে অভিযোগসহ অন্যান্য বিষয়ে কথা বলেন ইমরান।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply