কুমিল্লার ঘটনা ষড়যন্ত্রমূলকভাবে করা হয়েছে; এই ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, কুমিল্লার ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। প্রধানমন্ত্রীকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে এরকম গুজব রটিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। যারা গুজব ছড়াচ্ছেন তাদের সবাইকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে।
সাধারণ মানুষকে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী। সরকার হিন্দু সম্প্রদায়ের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে বলে জানান তিনি।
ইউএইচ/
Leave a reply