ব্রিটিশ এমপি হত্যাকাণ্ডে কোনো গোষ্ঠী জড়িত নয়

|

ছুরিকাঘাতে ব্রিটিশ এমপি ডেভিড অ্যামেসের হত্যাকাণ্ডের ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছে লন্ডন পুলিশ। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, এ ঘটনার সাথে কোনো গোষ্ঠীর সংশ্লিষ্ঠতা পাওয়া যায়নি। হামলাকারী একাই এর সাথে জড়িত।

হত্যার সাথে জড়িত সন্দেহে একজনকে আটকের পর তার জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ জানিয়েছে, আটক সন্দেহভাজন একজন সোমালি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক। এর পাশাপাশি লন্ডনের আরও দুটো স্থানে তল্লাশি অভিযান চালানো হয়।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকালে দক্ষিণ এসেক্সের লে অন সির বেলফায়ার মেথোডিস্ট চার্চে হামলার শিকার হন ক্ষমতাসীন দলের এমপি ডেভিড অ্যামেস। উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply