কুড়িগ্রামে তিস্তার পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপরে

|

কুড়িগ্রাম প্রতিনিধি:

মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট লঘুচাপের কারণে দু’দিন ধরে কুড়িগ্রামে ভারি বৃষ্টিপাত হচ্ছে। অপরদিকে ভারতের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতির অবনতির কারণে ডালিয়ায় তিস্তা নদীর ব্যারেজের সব গেট খুলে দেয়ায় তীব্র গতিতে বেড়েছে তিস্তা নদীর পানি ও ভাঙ্গন। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন নদী তীরবর্তী মানুষজন। 

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিস্তার পানি কাউনিয়া রেল সেতু পয়েন্টে বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে কুড়িগ্রাম উলিপুর,রাজারহাট এবং চিলমারী উপজেলার বন্যা হবার শংকা রয়েছে। 

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গত ২৪ ঘন্টায় কুড়িগ্রামে ৩৭ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টি আগামী শুক্রবার পর্যন্ত স্থায়ী হতে পারে। এরপর আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে।

এছাড়াও চলমান বৃষ্টির প্রভাবে কুড়িগ্রামে দিন ও রাতের গড় তাপমাত্রা কমে এসেছে। উজানের ঢলে কুড়িগ্রামের তিস্তা নদীতে অস্থায়ী বন্যা হবার শংকা প্রকাশ করেন তিনি।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করলেও পানি বাধের বাইরে যাওয়ার সম্ভাবনা নেই। চরাঞ্চলে বসবাসকারীরা সাময়িক সময়ের জন্য পানিবন্দি হতে পারে। নদী ভাঙ্গন রোধে এলাকাগুলোতে জরুরী ভিত্তিতে বালুর বস্তা ফেলানো হচ্ছে বলেও জানান তিনি । 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply