আখাউড়ায় মাদকসহ তিন যুবক আটক

|

আখাউড়ায় ভারতীয় মাদকসহ (স্কফ) তিন যুবককে আটক করেছে পুলিশ।

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতীয় মাদকসহ (স্কফ) তিন যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পৌর শহরের বাইপাস এলাকা থেকে আখাউড়া থানা পুলিশ তাদেরকে আটক করে।

আটকরা হলেন- উপজেলার সীমান্তবর্তী আব্দুল্লাহ গ্রামের শফিকুল ইসলাম (২২), হৃদর (২২) ও সদর উপজেলার রামরাইল গ্রামের উসমান (১৯)। পুলিশ তাদের কাছ থেকে ১৪০ বোতল স্কফসহ একটি সিএনজি অটোরিকশা জব্দ করে।

আখাউড়া থানার ওসি মিজানুর রহমান যমুনা নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার টহলদল আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া সড়কের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে ১৪০ বোতল ভারতীয় স্কফসহ ওই তিন যুবককে আটক করা হয়। আসামিরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, তারা দীর্ঘদিন যাবত আখাউড়া সীমান্তবর্তী এলাকা হতে মাদক চোরাচালান করে আসছিল। আটককৃত আসামিদের মাদক মামলায় ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply