আট দিনের সহিংসতায় নিহত ৭, আহত ২৭৪: আসক

|

ডিআরইউতে সংবাদ সম্মেলনে 'আসক'

গত ১৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত ১৮টি জেলায় চালানো ৭২টি সহিংসতায় সাতজন নিহত ও অন্তত ২৭৪ জন আহত হয়েছে। এ তথ্য জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র।

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে ডিআরইউতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটি।

এতে বলা হয়, ধর্মীয় উন্মাদনা ও অসহিষ্ণুতাকে ব্যবহার করে পরিকল্পিতভাবে দেশব্যাপী দুর্গাপূজায় সাম্প্রদায়িক হামলা চালানো হয়েছে। স্থানীয় প্রশাসনের গাফিলতির কারণে সাম্প্রদায়িক গোষ্ঠী সহিংসতা চালানোর সুযোগ পেয়েছে।

প্রত্যেকটি ঘটনায় আইনশৃঙ্খলাবাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল বলে মনে করেন তারা। সাম্প্রদায়িক সহিংসতা রোধে ছয় দফা সুপারিশসহ একটি জাতীয় প্ল্যাটফর্ম তৈরি প্রস্তাব করে আইন ও সালিশ কেন্দ্র।

মানবাধিকার কর্মী লিটন খান বলেন, সাম্প্রদায়িক হামলা ও উগ্রবাদ প্রতিহত করতে বিভিন্ন কর্তৃপক্ষ, প্রযুক্তিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ধর্মীয় নেতৃবৃন্দ ও পেশাজীবীসহ সবার সমন্বয়ে জাতীয় পর্যায়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করা। তারা স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়েদী করণীয় নির্ধারণ করবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply