মামলা হয়নি রোহিঙ্গা ক্যাম্পে হামলা ও খুনের ঘটনায়

|

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে দুষ্কৃতকারীদের হামলায় নিহত ৬ রোহিঙ্গার দাফন সম্পন্ন হয়েছে। মাঝরাতে ক্যাম্পেই তাদের জানাজা ও দাফন সম্পন্ন হয়। তবে উখিয়ার ওই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। সকালে উখিয়া থানা পুলিশ যমুনা নিউজকে জানিয়েছে এ তথ্য। তবে তারা জানিয়েছে, আজ সকালে এ ঘটনায় মামলা হবে।

অন্যদিকে হামলাকারীদের একজনকে একটি ওয়ান শুটারগানসহ আটকের কথা গতকালই জানিয়েছে পুলিশ। ওই ব্যক্তি এখন এপিবিএন পুলিশের হেফাজতে আছে। তাকে থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, শুক্রবার (২২ অক্টোবর) ভোরে বালুখালীর ১৮ নম্বর ক্যাম্পের একটি মাদরাসায় হামলা চালায় দুস্কৃতিকারীদের দল। ঘটনাস্থলেই প্রাণ হারান মো. ইদ্রিস, আজিজুল হক, মো. আমীন ও ইব্রাহীম হোসেন নামে ৪ রোহিঙ্গা। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও ২ জন। তারা হলেন, নূর আলম, হামিদুল্লাহ। নিহতদের মধ্যে ৩ জন মাদরাসার শিক্ষক, ২ জন ছাত্র ও একজন স্থানীয় ভলান্টিয়ার।

এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply