সাম্প্রদায়িকতা ইস্যুতে যাদের গ্রেফতার করা হয়েছে, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
শনিবার (২৩ অক্টোবর) বিকেলে তেঁজগাও ঢাকা পশ্চিম অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের শান্তি দেখে যেন ভবিষ্যতে এমন ষড়যন্ত্র করার কথা চিন্তা না সাহস না করে। তিনি আরও বলেন, অসাম্প্রদায়িক দেশ প্রতিষ্ঠা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। কোনো দুষ্কৃতিকারী যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান।
Leave a reply