রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ

|

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা এবং উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সংখ্যালঘু নির্যাতন বন্ধে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে নেইপিদো’র প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

এক বিবৃতিতে এই আহ্বান জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নৌয়ের্ট। বলেন, সেনা বর্বরতার কারণে প্রাণহানি হয়েছে বহু মানুষের। নিজ এলাকা ছেড়ে বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছেন বিপুল সংখ্যক রোহিঙ্গা। নির্যাতন বন্ধের পাশাপাশি রাখাইন রাজ্যে মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমকর্মীদের প্রবেশে অনুমতি দেয়ারও আহ্বান জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। মিয়ানমারকে চাপ নয় বরং সংকট সমাধানে যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবেই তৎপরতা চালাতে আগ্রহী বলেও জানান তিনি।

এদিকে, রোহিঙ্গা নির্যাতন বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সেব্রেনিৎসা গণহত্যার মতো ঘটনা ঘটতে পারে মিয়ানমারের রাখাইন রাজ্যে। এমন আশঙ্কার কথা জানিয়েছেন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গারা।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply