ইরাকে ফিরছে আন্তর্জাতিক ফুটবল

|

ইরাকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)। ফলে এখন থেকে দেশটির আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন করতে পারে।

ফিফা সভাপতি জিয়ানি ইনফানটিনো শুক্রবার নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণাটি দিয়েছেন। ২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমন শুরু হলে ইরাকের মাটিতে আন্তর্জাতিক ফুটবল আয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ফিফা।

দীর্ঘ ১৫ বছর পর নিষেধাহজ্ঞা তুলে নেওয়ার ইরাকের তিনটি শহর এখন থেকে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন করতে পারবে।

ইনফানটিনো বলেন, “যাচাই-বাছাই করে আমরা দেশটির তিনটি শহরকে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজনের জন্য নিরাপদ বলে বিবেচনা করছি।”এক বছরের জন্য ইব্রিল, বসরা, এবং কারবালা শহরকে এই সুযোগ দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

২০১২ সালে কিছুটা শিথিল করা হলেও দেশটিতে ক্ষমতা কেন্দ্রীক অস্থিরতায় নিষেধাজ্ঞা পুরোপুরি নেয়নি ফিফা।

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply