দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হলেন শি চিন পিং

|

কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত চীনে টানা দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শি চিন পিং। আগামী ২০২৩ সাল পর্যন্ত তিনি দেশটির প্রেসিডেন্ট থাকবেন।

শনিবার চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস এই নির্বাচনের পাশাপাশি শি-এর ঘনিষ্ট সহচর ওয়াং কুইশানকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে শি ২ হাজার ৯৭০টি ভোট পেয়েছেন। ২০১৩ সালে নির্বাচনে তিনি ২ হাজার ৯৫২টি ভোট পেয়েছিলেন।

এদিকে গত শতকের ৯০-এর দশক থেকে দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট না থাকার সাংবিধানিক বাধ্যবাধকতা উঠিয়ে দিয়েছে চীনা সংসদ। বিশ্লেষকদের মতে, শি চিন পিং-এর আজীবন প্রেসিডেন্ট পদে থাকার বিষয়টি নিশ্চিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply