মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প

|

৮ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে মেক্সিকোতে। স্থানীয় সময় গভীর রাতে আঘাত হানা কম্পনের প্রভাবে ছোট আকারের সুনামিও দেখা দিয়েছে। তবে, অন্তত ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন।

এ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, দক্ষিণ-পশ্চিমে প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকায় স্থানীয় সময় বৃহস্পতিবার রাত পৌনে বারোটায় আঘাত হানে ভূমিকম্প। এর  উৎপত্তিস্থল ছিল দক্ষিণের শহর পিজিজিয়াপানের একশ’ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। কেন্দ্রস্থল ভূমির মাত্র ৩৫ কিলোমিটার গভীরে হওয়ায় কম্পনের মাত্রা ছিলো বেশি। ভূমিকম্পের পর অন্তত ৬২ দফা অনুকম্পন (আফটারশক) অনুভূত হয়েছে। শক্তিশালী কম্পনে ধসে গেছে চিয়াপাস রাজ্যের অনেক ঘরবাড়ি।

ভূমিকম্পের প্রভাবে ছোট আকারের সুনামিও মেক্সিকো উপকুলে আঘাত হেনেছে। সার্বিক পরিস্থিতি বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply