রাজবাড়ীতে ইভ‌টি‌জিং‌য়ের দায়ে দুই যুব‌ককে অর্থদণ্ড

|

রাজবাড়ীতে ইভটিজিংয়ের দায়ে দুই যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:


রাজবাড়ী পাংশা উপ‌জেলার স‌রিষা ইউ‌নিয়‌নে ইভটি‌জিং‌য়ের দা‌য়ের হাসান ও ইমন না‌মের দুই যুবক‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা করে‌ছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (২৬ অক্টোবর) বিকেলে উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনিম আওন এ ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রেন। এ সময় ১৮৬০ এর ৫০৯ নং ধারায় ইমন ও হাসান না‌মের ওই দুই যুবক‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এ অ‌ভিযা‌নে সার্বিক সহ‌যো‌গিতা ক‌রেন পাংশা মডেল থানা পুলিশ।

পাংশা উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনিম আওন জানান, ওই দুই যুবক স‌রিষা বাজা‌রের আশেপা‌শের কোনো এক‌টি স্কু‌লে ইভটি‌জিং কর‌ছিল। এ সময় স্থানীয়রা তা‌দের‌কে আটক ক‌রে গণধোলাই দি‌য়ে প্রেম‌টিয়া স্কু‌লে আট‌কে রে‌খে পু‌লিশ‌কে খবর দেয়।

পরে তি‌নি খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে যান, এবং ভিকটিম স্কুলছাত্রী‌দের অ‌ভি‌যো‌গের প্রেক্ষি‌তে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও পু‌লি‌শের উপ‌স্থিতি‌তে দুই যুবক‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে তা‌দের অ‌ভিভাব‌ক‌দের হা‌তে তু‌লে দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply