এখনও উদ্ধার হয়নি ডুবে যাওয়া ফেরি আমানত শাহ

|

মানিকগঞ্জে পণ্যবাহী ট্রাক ও ছোট যানবাহন নিয়ে ঘাটে ডুবে যাওয়া ফেরি আমনত শাহ ফেরিটি এখনও উদ্ধার সম্ভব হয়নি।

ফেরিটি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন ও বিআইডব্লিউটিএ। যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা। আপাতত ফেরিতে থাকা ট্রাক ও অন্য যান উদ্ধার করছে হামজা। অপর জাহাজ প্রত্যয় এরইমধ্যে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।

অর্ধেক তলিয়ে থাকা ৪শ টন ওজনের আমানত শাহকে কীভাবে উদ্ধার করা যায় সেটি নিয়ে অভিজ্ঞদের সাথে কথা চলছে। ঘটনা তদন্তে আলাদা দুটি কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ এবং স্থানীয় প্রশাসন।

এর আগে বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে দশটার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে ডুবে যায় আমানত শাহ। জানা যায়, কয়েকটি গাড়ি নামার পর হঠাৎ একপাশে কাত হয়ে যায় নৌযানটি। পানি উঠতে থাকায় হুড়োহুড়ি করে নেমে যান ফেরিতে থাকা যাত্রী ও চালকরা। তবে সবগুলো গাড়ি নামতে না পারায় ১৭টি ট্রাক, কিছু ছোট গাড়ি ও মোটর সাইকেল নিয়ে নিমজ্জিত হয় ফেরিটি।

ঘাট কর্তৃপক্ষের জানায়, তলা ফেটে হয়তো নৌযানটি ডুবে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কোনো ধরনের হতাহতের খবর জানা যায়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply