কোটা সংস্কারের দাবিতে ২৫ মার্চ পরিচ্ছন্নতা কর্মসূচি

|

কোটা সংস্কারের দাবিতে আগামী ২৫ মার্চ পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবে আন্দোলনকারিরা। আর ২৯ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করবে সমাবেশ এবং সেমিনার। সেমিনারে কোটা সংস্কার নিয়ে আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক এবং শিক্ষার্থীরা।

সকালে কোটা সংস্কারের দাবিতে রাজু সন্ত্রাস বিরোধী ভাস্কর্য্যের সামনে আয়োজিত সমাবেশ থেকে আন্দোলনকারিরা এ কর্মসূচি ঘোষণা করেন। এর আগে আন্দোলনকারিরা জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। সেখানে থেকে মিছিল নিয়ে প্রথমে শাহবাগ মোড় ঘুরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা।

মিছিল শেষে সমাবেশে আন্দোলনকারিরা দাবি করেন, দেশের পাঁচ শতাংশ মানুষের জন্য ৫৬ ভাগ কোটা রাখার সুযোগ নেই। কোটা সংস্কার করে সরকারি চাকুরীতে চলমান বৈষম্য নিরসনের দাবি জানান তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply