ঘৌতা ছেড়ে পালাচ্ছে সিরীয়রা

|

যুদ্ধকবলিত ঘৌতা ছেড়ে প্রতিদিনই বেরিয়ে আসছেন হাজারো সিরীয়। রোববার সকালেই প্রায় ২০ হাজার সিরীয় ছেড়ে যান নরকে পরিণত হওয়া শহরটিকে। পালিয়ে আসা মানুষ ভিড় করছেন বিভিন্ন আশ্রয় শিবিরে। সরকারি এক বিবৃতিতে জানানো হয়, রাজধানী দামেস্কে নির্মাণ করা হচ্ছে নামে মাত্র আশ্রয়কেন্দ্র। কিন্তু, সেখানেও হচ্ছে না অনেকের শেষ আশ্রয়।

দামেস্কের গভর্নর আলা ইব্রাহিম জানিয়েছেন ঘৌতা ছেড়ে পালানো মানুষের অনেকের ঠাই হয়েছে হারজাল্লেহ আশ্রয় কেন্দ্রে। বাকিদের ঠাই দেয়ার জন্য নির্মিত হচ্ছে আরও কিছু আশ্রয় শিবির।

ঘৌতায় এখনও অব্যাহত সরকারি বাহিনীর বিমান হামলা ও অভিযান। এমন পরিস্থিতিতেও, আসাদ প্রশাসনের সাফাই গাইছে রাশিয়া। সিরিয়ায় রুশ বাহিনীর প্রধান জেনারেল সের্গেই রুডেস্কোয়ের দাবি, পূর্ব ঘৌতার পরিস্থিতি আগের চেয়ে বেশ পরিবর্তন হয়েছে। প্রতিদিনই মানবিক কেন্দ্রগুলোতে আশ্রয় নিচ্ছে হাজারো মানুষ। তবে, যুক্তরাষ্ট্রের নির্দেশে আল-তানফা শহরে বিভিন্ন গোষ্ঠী রাসায়নিক হামলার পরিকল্পনা করছে। সিরিয়ায় রাসায়নিক বিস্ফোরণ ঘটানোই তাদের মূল লক্ষ্য।

জাতিসংঘ বলছে, শুধু ঘৌতা নয় সীমান্ত শহর আফরিনেও অভিযানের কারণে চরম খারাপ পরিস্থিতি। বলছে, মানবিক বিপর্যয় কাটিয়ে উঠতে দ্রুত চিকিৎসা, নিরাপদ পানি ও খাদ্য সহায়তা প্রয়োজন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply