দৌলত‌দিয়ায় নদী পা‌রের অ‌পেক্ষায় শতশত পণ্যবাহী ট্রাক

|

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

দ‌ক্ষিণ প‌শ্চিমঞ্চ‌লের ২১ জেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার রাজবাড়ী গোয়াল‌ন্দের দৌলত‌দিয়া ঘাট প্রা‌ন্তের সড়‌কে নদী‌ পা‌রের অ‌পেক্ষায় আটকে পড়ে‌ছে শতশত পণ্যবাহী ট্রা‌ক। ফ‌লে দৌলত‌দিয়ার ঢাকা-খুলনা মহাসড়ক ও গোয়াল‌ন্দ মো‌ড়ের রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়‌কের প্রায় ৮‌ কি‌লোমিটার সড়‌কে যানবাহ‌নের লম্বা সি‌রিয়াল তৈ‌রি হ‌য়ে‌ছে। এরম‌ধ্যে পণ্যবাহী ট্রা‌কের সংখ্যাই বে‌শি।

এ‌ দি‌কে, দীর্ঘ সময় নদী পা‌রের অ‌পেক্ষায় থে‌কে ভোগা‌ন্তি পোহা‌চ্ছেন এসব ট্রা‌ক চালকরা। সময় মতো মালামাল পরিবহন কর‌তে না পে‌রে গুন‌তে হ‌চ্ছে লোকসান।

শুক্রবার (২৯ অক্টোবর) দুপুর পর্যন্ত দৌলত‌দিয়া ফে‌রি ঘা‌টের জি‌রো প‌য়ে‌ন্টে থে‌কে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় ৪ কি‌লোমিটা‌র এবং ঘাট থে‌কে ১৪ কি‌লোমিটার দূরের রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়‌কে প্রায় ৪ কি‌লোমিটার সড়‌কে পণ্যবাহী ট্রা‌কের লম্বা সি‌রিয়াল দেখা যায়।

এ‌ দি‌কে, যাত্রীবা‌হী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাকগু‌লো‌কে অগ্রা‌ধিকার ভি‌ত্তি‌তে পারাপার কর‌লেও অপচনশীল পণ্যবাহী ট্রাকগু‌লো‌কে দীর্ঘ সময় নদী পা‌রের অপেক্ষায় থাক‌তে হ‌চ্ছে। কোনো কোনো সময় এক থে‌কে ক‌য়েকদিন পর্যন্ত অপচনশীন ট্রাক চালক‌দের নদী পা‌রের অ‌পেক্ষায় থাক‌তে হয়।

বিআইড‌ব্লিউ‌টি‌সি দৌলত‌দিয়া সহকারী ঘাট ব্যবস্থাপক খোর‌শেদ আলম জানান, ছোট গা‌ড়ি ও যাত্রীবা‌হী যানবাহন পরাপার চলমান র‌য়ে‌ছে। ত‌বে কিছু পণ্যবাহী ট্রা‌কের সিরিয়াল র‌য়ে‌ছে, যা দ্রুত ক‌মে আসবে। এই রুটের বর্তমা‌নে ১৭‌টি ফে‌রি চলাচল কর‌ছে। দ‌ক্ষিণাঞ্চ‌লের ২১ জেলার যানবাহ‌নের স‌ঙ্গে শিমু‌লিয়ার অতিরিক্ত যানবাহ‌নের চাপে এ সি‌রিয়াল তৈ‌রি হ‌চ্ছে ব‌লে জানান তি‌নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply