বাবার কফিনের সামনে আঁটসাঁট পোশাকে হাসিমুখে ছবি তুলেছেন এক মডেল। আর তাতেই তোপের মুখে পড়েছেন তিনি। এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হওয়ায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলেট করে দেন ২০ বছর বয়সী এই মডেল।
ইয়ন নিউজের এক প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা জেইন রিভেরার বাবা গত ১১ অক্টোবর মারা যান। বাবার শেষকৃত্য অনুষ্ঠানে বাবার কফিনের সামনে আঁটসাঁট কালো রঙের ব্লেজার পরে হাসিমুখে পোজ দিয়ে ছবি তুলেছেন জেইন। এ সময় তার বাবাব কফিনের ঢাকনাটি খোলা ছিল।
এই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন মডেল জেইন। এরপর জেইনের পোজ দেয়া ছবির স্ক্রিনশট নিয়ে অনেকেই তা শেয়ার করেন। জেইনের এমন কাণ্ডে নেটিজেনরা তীব্র সমালোচনাও শুরু করেন।
এক সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ টুইটারে ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, এই ইনস্টাগ্রাম মডেলের বাবা মারা গেছেন। অথচ, তিনি খোলা কফিনের সামনে হাসিমুখে ফটোশ্যুট করছেন।
আরেক নেটিজেন মন্তব্য করেছেন, দিন দিন মানুষ শিষ্টাচার বোধ ভুলে যাচ্ছেন। আরেকজন শেষকৃত্যের মতো অনুষ্ঠানে জেইনের আঁটসাঁট পোশাক পরা নিয়ে বিরূপ মন্তব্য করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হওয়ার পর জেইন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলেট করে দেন।
Leave a reply