‘ট্রেবল জিতবে বার্সেলোনা’

|

ছবি: সংগৃহীত

খারাপ সময়েও বার্সেলোনার ট্রেবল জয়ের আশা করছেন ক্লাবটির সাবেক সভাপতি হুয়ান গাসপার্তা। লা-লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেলরে শিরোপা জিতবে বার্সেলোনা এমনটাই বিশ্বাস করেন তিনি।

স্প্যানিশ সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। যেখানে লা লিগায় ১০ ম্যাচের মাত্র ৪টিতে জয় পেয়েছে কাতালান ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগেও হেরেছে প্রথম দুই ম্যাচ।

গাসপার্তা মনে করেন, প্রথম দুটি প্রতিযোগিতার এখনো অনেক ম্যাচ বাকি আছে। আর শেষের প্রতিযোগিতাটি এখনো শুরুই হয়নি। তাই ট্রেবল জিততেই পারে ডি ইয়ং- ফাতিরা। তবে বার্সার সাবেক এ সভাপতি বলেছেন, শিরোপা জেতা সহজ কাজ নয়। আমার এ মতামত ভুলও হতে পারে।

লা-লিগার পয়েন্ট টেবিলে বার্সার অবস্থান সুবিধাজনক নয়। ১০ ম্যাচ খেলে মাত্র ১৫ পয়েন্ট তাদের। টেবিলের দশ নম্বরে তাদের অবস্থান। অন্যদিকে তাদের প্রধান প্রতিদ্বন্বী রিয়াল মাদ্রিদ ২৪ পয়েন্ট নিয়ে আছে তালিকার দ্বিতীয় অবস্থানে। কয়েকদিন আগে রিয়ালের কাছে এল ক্লাসিকোতেও হার দেখেছে কাতালান এ ক্লাবটি।

ক্রমাগত খারাপ পারফরমেন্সের জেরে চাকরি হারিয়েছেন দলটির কোচ রোনাল্ড কোম্যান। গত বুধবার (২৭ অক্টোবর) রাতে এক অফিশিয়াল বিবৃতিতে বার্সা জানায়, এফসি বার্সেলোনা প্রথম দলের কোচ হিসেবে রোনাল্ড কোম্যানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ক্লাবের সভাপতি জোয়ান লাপোর্তা রায়ো ভায়োকানোর বিপক্ষে পরাজয়ের পর তাকে এই সিদ্ধান্তের কথা জানান। এরইমধ্যে নিয়োগ দেয়া হয়েছে অন্তর্বর্তীকালীন নতুন কোচ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply