ভাগ্য নির্ধারণ হচ্ছে জাপানের নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা’র। রোববার (৩১ অক্টোবর) সাধারণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন জাপানিরা।
পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৬৫ আসনের প্রতিনিধি বাছাই হবে এই নির্বাচনে। নতুন বিল ও আইন পাশের জন্য শক্তিশালী ভূমিকা রাখে প্রতিনিধি পরিষদ। ধারণা করা হচ্ছে, কিশিদা’র রাজনৈতিক দল- এলডিপি হারাবে কিছু আসন। তবে শরিক কোমেইতো বাদবাকি আসনে জয় পেয়ে, ধরে রাখতে পারে ভারসাম্য।
চলতি মাসেই দলীয় সমর্থনে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেন ফুমিহিদো কিশিদা। তার সামনে বড় চ্যালেঞ্জ- দারিদ্র্য ও অর্থমন্দা দূরীকরণ, উত্তর কোরিয়া ও চীনের হুমকি মোকাবেলা। মহামারির মধ্যেও অলিম্পিকের আয়োজন করে ব্যপক সমালোচনার মুখে পড়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। এরপরই পদত্যাগ করেন তিনি।
Leave a reply