স্ত্রীকে হত্যা ও আগুনে পোড়ানোয় স্বামীর মৃত্যুদণ্ড

|

ছবি: সংগৃহীত

খুলনায় স্ত্রীকে হত্যার পর লাশ গুমের অভিযোগে দায়ের হওয়া মামলায় স্বামী রফিক শেখকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

রোববার (৩১ অক্টোবর) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি রফিক শেখ আদালতে উপস্থিত ছিল।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে ২০২০ সালের ১২ আগস্ট রাতে পূর্বপরিকল্পনা অনুযায়ী খুলনার রূপসা উপজেলার দ্বেবীপুর গ্রামে একটি পানের বরজের মধ্যে স্ত্রী মরিময় বেগমকে নিয়ে যায় স্বামী। সেখানে ইট দিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিতের পর স্ত্রীকে বস্তা পেঁচিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় নিহতের মা হালিমা বেগম বাদী হয়ে রফিক শেখকে প্রধান আসামি করে মামলা করেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় ঘোষণা করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply