ব্যাটিং বিপর্যয়ে ম্যাচ থেকে ছিটকে যাচ্ছে নামিবিয়া

|

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের দেয়া ১৬১ রানের টার্গেটকে একদমই যেন অনতিক্রম্য দূরত্ব বলেই মনে হচ্ছে নামিবিয়ার জন্য। ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানদের বিপক্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত নামিবিয়ার সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৫.৩ ওভারের রান। জয়ের জন্য এখনও নামিবিয়ার দরকার বলে রান।

নিয়মিত বিরতিতে উইকেট হারানোর সূচনা নামিবিয়া করে ইনিংসের প্রথম ওভার থেকেই। পঞ্চম উইকেট জুটিতে আসে সর্বোচ্চ রান, সেটাও মাত্র ২০ রানের। ১, ১১, ১৪, ১২, ১ ও ৬ রানের ইনিংসগুলো দিয়ে ১৬১ রান তাড়া করা তো অনেকটাই দুষ্কর। পেসার নাভিল উল হক এবং আজকেই একাদশে আসা হামিদ হাসানের তোপেই মূলত রান তাড়া থেকে অনেকটাই বিচ্যুত হয়ে গেছে জেরার্ড ইরাসমাসের দল। দলের অন্যতম সেরা অলরাউন্ডার ডেভিড ভিসে এখনও আছেন ক্রিজে। তবে জয়ের জন্য দরকার অনেকটাই অসম্ভব পারফরমেন্স।

এর আগে, হযরতুল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, আসগর আফগান এবং মোহাম্মদ নবির ব্যাটিং দৃঢ়তায় প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে আফগানিস্তান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply