ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ চলার সময় ব্রাজিলে একটি গুহার ছাদ ধসে প্রাণ গেছে অন্তত ৯ জন ফায়ার কর্মীর। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে আরও বেশ কয়েকজন।
কর্তৃপক্ষ জানায়, সাও পাওলো প্রদেশের আলতিনোপোলিস শহরের কাছে একটি গুহায় এ ঘটনা ঘটে। গুহায় কীভাবে উদ্ধার অভিযান পরিচালনা করতে হয় সে বিষয়ে প্রশিক্ষণে অংশ নেন ফায়ার সার্ভিসের ২৬ কর্মী। এক পর্যায়ে গুহার ছাদ ধসে পড়লে ভেতরে আটকা পড়েন ১৬ জন।
অভিযানে ৭ জনকে উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন বাকিরা। পরে ৯ জনের মরদেহ বের করা হয়। বৃষ্টি এবং ঢলের কারণে এই দুর্ঘটনা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
Leave a reply