ভারতের দিকে চোখ তুললেই তালেবানের ওপর বিমান হামলা: যোগী আদিত্যনাথ

|

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের ক্ষমতাসীন দল তালেবান ভারতের দিকে চোখ তুললেই বিমান হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

রোববার লক্ষ্ণৌতে এক অনুষ্ঠানে দেয়া ভাষণে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। খবর হিন্দুস্থান টাইমসের।

যোগী আদিত্যনাথ বলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ শক্তিশালী। বাইরের কোনো দেশ ভারতের দিকে চোখ তুলতে সাহস করতে পারে না। তালেবানদের কারণে আজ পাকিস্তান ও আফগানিস্তান অস্থির বোধ করছে। তবে তালেবান জানে যদি তারা ভারতের দিকে অগ্রসর হয় তাহলে বিমান হামলা প্রস্তুত রয়েছে।

২০২২ সালে উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। তাই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই বিধানসভা নির্বাচন বিজেপির কাছে অঘোষিত সেমি ফাইনালে মতো। তাই কৌশলে তালেবান প্রসঙ্গ টেনে এনে সমবেত জনতার মনে দেশাত্মবোধ জাগিয়ে তোলার চেষ্টা করছেন যোগী আদিত্যনাথ। এমনটাই মনে করছেন ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply