আইন বহির্ভূতভাবে মোবাইল কোর্টের ১৫ লক্ষ টাকা জরিমানা ও ১ কোটি টাকার মালপত্র নিয়ে যাওয়াকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন ব্যবসায়ী কবির আহমেদ।
সোমবার (১ নভেম্বর) রিটের শুনানি শেষে হাইকোর্ট আইন বহির্ভূতভাবে ১৫ লক্ষ টাকা জরিমানা ও মালপত্রসমূহ (তামা ও পিতল) নিয়ে যাওয়াকে কেনো অবৈধ ঘোষণা করা হবে না এবং কেনো পর্যাপ্ত ক্ষতিপূরণসহ ১৫ লক্ষ টাকা জরিমানা ও মালপত্র ফেরত দিতে নির্দেশনা দেয়া হবে না মর্মে রুল ইস্যু করেন আদালত। এছাড়া আদেশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে ৫, ৬, ৭ ও ৮ নং বিবাদীদেরকে নিয়ে যাওয়া মালপত্রের বিষয়ে হাইকোর্টে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।
রিটে কেবিনেট সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব, পুলিশের আইজিপি, রাবের ডিজি, ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ও কদমতলী টানার ওসিকে বিবাদী করা হয়েছে। ৭ দিনের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
ইউএইচ/
Leave a reply