ইংল্যান্ডকে চাপে ফেলেছে লঙ্কানরা

|

হাসারাঙ্গার বলে বোল্ড হচ্ছেন জেসন রয়। ছবি: সংগৃহীত

টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্তটি যে ভুল ছিল না, তা প্রমাণ করছে লঙ্কান বোলাররা। রয়, মালা, বেয়ারস্টোকে সাজঘরে ফেরত পাঠিয়ে লঙ্কানরা চাপে ফেলেছে ইংলিশদের।

দ্বিতীয় ওভারে বল করতে এসেই জেসন রয়কে সরাসরি বোল্ড করেন গত ম্যাচের হ্যাটট্রিকম্যান ওয়ানিন্দু হাসারাঙ্গা। দারুণ ফর্মে থাকা জস বাটলারকে নিয়ে ইনিংস এগিয়ে নেয়ার চেষ্টা করেও পারেননি তিনে নামা ডেভিড মালান। দুশ্মন্ত চামিরার পেসে পরাস্ত হয়ে বোল্ড হয়েছেন তিনিও। আর এক বল বিরতি দিয়ে হাসারাঙ্গার দ্বিতীয় শিকার হয়ে ফিরে যান সাদা বলের নির্ভরযোগ্য ব্যাটার জনি বেয়ারস্টো। ডাউন দ্য উইকেটে এসে হাসারাঙ্গার গুগলির লাইন মিস করেন তিনি। এলবিডব্লিউয়ের আবেদন আম্পায়ার প্রথমে সাড়া না দিলেও লঙ্কানদের রিভিউয়ে আসে সাফল্য।

অফফর্মে থাকা অধিনায়ক এউইন মরগ্যানের সাথে এখন ক্রিজে আছেন ইনফর্ম বাটলার। শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪১ রান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply