ওয়েট ব্রিজ নষ্ট থাকায় আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি বন্ধ

|

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ওয়েট ব্রিজ (স্কেল) নষ্ট থাকায় ব্যবসায়ীরা লোকসানে পড়ে ভারত থেকে পণ্য আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

আখাউড়া সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন ভূঁইয়া যমুনা নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আখাউড়া স্থলবন্দরের একমাত্র ওয়েট ব্রিজটি নষ্ট থাকায় আমদানি করা পণ্যের ওজন নিয়ে জটিলতা তৈরি হচ্ছিল। বিষয়টি দফায় দফায় বন্দর কর্তৃপক্ষকে জানানো হলেও তারা সেটি মেরামত করেনি। এমনকি ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে ১৭ অক্টোবর লিখিতভাবে অনুরোধ করা হলেও মেলেনি কোনো সমাধান।

তাই ব্যবসায়ীরা সোমবার (১ নভেম্বর) দুপুর থেকে আমদানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। তবে আখাউড়া বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, টেকনিশিয়ান দেখানোর পরেও সমস্যাটি সমাধান হয়নি। তবে তিনি আশা করছেন দুয়েকদিনের মধ্যেই ওয়েট ব্রিজটি ঠিক করা সম্ভব হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply