ইউরোপে কৃষিপণ্যের বাজার বাড়াতে চায় সরকার: কৃষিমন্ত্রী

|

সরকার ইউরোপের উন্নত দেশ ও বাজারগুলোতে দেশের মানসম্মত কৃষিপণ্যের বাজারের প্রসার বাড়াতে চায় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

ব্রিটিশ হাইকমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান। কৃষিমন্ত্রী বলেন, বিদেশে বাংলাদেশের কৃষিপণ্য রফতানির সুযোগ আছে। এখনও বিভিন্ন দেশে কৃষিপণ্য রফতানি হয়। এখন লক্ষ্য ইউরোপের মূল বাজারে কৃষিপণ্য রফতানি করা। আর এ বিষয়ে যুক্তরাজ্যের কারিগরি ও প্রশাসনিক সহযোগিতা চায় বাংলাদেশ। এসময় আব্দুর রাজ্জাক আরও জানান, আগমী ৮ নভেম্বর তার নেতৃত্বে উচ্চ পর্যায়ের ১২ সদস্যের প্রতিনিধি দল ইউরোপে যাবে। দলটি নেদারল্যান্ড ও যুক্তরাজ্য সফর করবে।

এসময় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন জানান, ব্রিটেন বাংলাদেশের কৃষি উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী। বাংলাদেশ যে ধরনের সহযোগিতা চাইবে, সেভাবেই করা হবে বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply