রাজবাড়ী প্রতিনিধি:
৩৫ কেজি ওজনের দুটি বিশাল পাঙ্গাস মাছ বিক্রি হয়েছে দেড় হাজার টাকা কেজি দরে। সবমিলিয়ে ৫২ হাজার টাকায় মাছটি বিক্রি করেছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।
এর আগে মঙ্গলবার (২ নভেম্বর) সকালে দৌলতদিয়ার পদ্মা-যমুনা নদীর মোহনা থেকে জেলে ফারুক হালদারের জালে ধরা পড়ে মাছ দুটি। তিনি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখের কাছে নিলে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার টাকায় মাছ দুটি কিনে নেন সম্রাট। পরে তিনি আরেক ব্যবসায়ীর সাথে ফোনালাপের মাধ্যমে মাছ দুটি দেড় হাজার কেজি দরে ৫২ হাজার টাকায় বিক্রি করেন।
বেশ কিছুদিন ধরেই পদ্মায় বেশ বড় বড় পাঙ্গাস মাছ পাওয়া যাচ্ছে। আর এর মাধ্যমে উপকৃত হচ্ছেন মৎস্য ব্যবসায়ীরা।
Leave a reply