আবারও ৬ বছরের জন্য ক্ষমতায় পুতিন

|

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে, নিরঙ্কুশ জয় পেয়ে আবারও ৬ বছরের জন্য ক্ষমতায় বসছেন ভ্লাদিমির পুতিন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৭৫ % ভোট পেয়ে এগিয়ে আছেন ৬৫ বছর বয়সী এই নেতা।

প্রাথমিক ফল ঘোষণার পর ক্রেমলিনের বাইরে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন লাখো পুতিন সমর্থক। মস্কোতে, সমর্থকদের উদ্দেশে উচ্ছ্বসিত পুতিন বলেন, বিগত কয়েক বছরে তার সরকারের সাফল্যে আস্থা রেখেছেন ভোটাররা।

এখন পর্যন্ত ৬০ % ব্যালট গণনা সম্পন্ন হয়েছে। পুতিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী, কমিউনিস্ট পার্টির পাভেল গ্রুদিনিন পেয়েছেন ১৩.২ শতাংশ ভোট। ভোট কারচুপির অভিযোগ এনে, নির্বাচনকে ‘ন্যাক্কারজনক’ আখ্যা দিয়েছেন তিনি।

এ বছর নির্বাচনে ১১ কোটি ভোটারের নিবন্ধন হলেও, বুথফেরত জরিপ বলছে- ভোটে অংশ নিয়েছেন ৬৩ দশমিক সাত শতাংশ ভোটার। যা ২০১২ সালের তুলনায় বেশ কম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply