যুক্তরাষ্ট্রে শিশুদের জন্য ফাইজারের টিকার অনুমোদন দিলো সিডিসি

|

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ৫ থেকে ১১ বছর বয়সীদের প্রয়োগের জন্য ‘ফাইজার অ্যান্ড বায়োএনটেক’ ভ্যাকসিনের অনুমোদন দিলো দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সিডিসি।

মঙ্গলবার সংস্থাটির পরিচালক রোশেলে ওয়ালেনস্কি জানান, পার্শ্বপ্রতিক্রিয়া এবং কার্যক্ষমতা যাচাইয়ের পর ছাড়পত্র দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে বুধবার থেকেই যুক্তরাষ্ট্রের শিশুদের ওপর শুরু হবে করোনা টিকার প্রয়োগ।

এর মাধ্যমে দুই কোটি ৮০ লাখের মতো শিশুকে সুরক্ষা দেয়া সম্ভব। ডোজ গ্রহণের পর শিগগিরই তারা ফিরতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানে। যুক্তরাষ্ট্রে এই বয়সসীমার মধ্যে গেলো দু’বছরে সাড়ে ৮ হাজারের মতো শিশু করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।

এর আগে, চীন-কিউবা এবং সংযুক্ত আরব আমিরাত ৫ থেকে ১১ বছর বয়সীদের করোনা ভ্যাকসিন নিশ্চিত করেছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply