‘মেয়ে আসবে’, তাই আর্মি স্টেডিয়ামে অপেক্ষায় পৃথুলার বাবা-মা

|

আগেও মেয়ের দেশে ফেরার খবর পেয়ে অপেক্ষার প্রহর গুনতেন পৃথুলার বাবা-মা। রাফেজা বেগম হয়তো মেয়ের জন্য কিছু রান্না করে বসে থাকতেন- কখন এসে খাবে তার পৃথু। বাবা আনিসুর রশীদও একমাত্র মেয়েকে এগিয়ে আনতে বিমানবন্দরে চলে যেতেন।

আজও তেমনই অপেক্ষার প্রহর গুনছেন এই মধ্যবয়সী দুই নারী ও পুরুষ। আর্মি স্টেডিয়ামে বসে আছেন দুপুর থেকে- তবে এবার তাদের অপেক্ষা পৃথুলার লাশের জন্য।

বিকাল ৩টায় নেপাল থেকে ২৩ বাংলাদেশির মরদেহ ঢাকায় পৌঁছার কথা রয়েছে। সেখান থেকে পরিবারের কাছে হস্তান্তর করতে লাশগুলো নিয়ে যাওয়া হবে বনানীতে আর্মি স্টেডিয়ামে। ইতোমধ্যে স্বজনরা সেখানে ভিড় করেছেন। আছেন সাধারণ মানুষও। স্টেডিয়াম এলাকাজুড়ে এক ভিন্ন আবহ তৈরি হয়েছে।

গত সপ্তাহে নেপালে ইউএস বাংলার বিধ্বস্ত হওয়া বিমানের সহকারী পাইলট ছিলেন পৃথুলা রশীদ। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা নিশ্চিত করেন তিনি মারা গেছেন।

মায়ের সাথে পৃথুলা

 

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply