জরায়ুর ক্যান্সার রোধে ৯০ ভাগ কার্যকর এইচপিভি’র ভ্যাকসিন: গবেষণা

|

ছবি: সংগৃহীত

জরায়ুর ক্যান্সার রোধে ৯০ ভাগ কার্যকর হিউম্যান প্যাপিলোমাভাইরাস বা এইচপিভি’র ভ্যাকসিন। যুক্তরাজ্য ভিত্তিক একটি দলের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।

এটিকে ঐতিহাসিক বলছেন গবেষকরা। মূলত কিংস কলেজ লন্ডনের ক্যান্সার বিষয়ক গবেষক প্রফেসর পিটার সাসিয়েনি নেতৃত্ব দিয়েছেন এই গবেষণায়।

গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে পিটার বলেন, ৪৫০ জন ক্যান্সারে আক্রান্ত এবং ১৭ হাজারের বেশি ঝুঁকিতে থাকা রোগী সুস্থ হয়েছেন তাদের গবেষণায়। এসময় তিনি জরায়ু ক্যান্সার থেকে সুরক্ষায় ১১ থেকে ১৩ বছর বয়সী মেয়েদের ওপর এই ভ্যাকসিন প্রয়োগের পরামর্শ দিয়েছেন। এছাড়া নারীদেরকে প্রতি তিন থেকে পাঁচ বছর পরপর সার্ভিকাল ক্যান্সার পরীক্ষা করানোর কথাও বলছেন গবেষকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply