ফরিদপুরের পদ্মায় ধরা পড়লো ৩৪ কেজির বাঘাআইড়

|

ফরিদপুরের চরভদ্রাসনে ধরা পড়েছে ৩৪ কেজি ওজনের একটি বাঘাআইড় মাছ।

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩৪ কেজি ওজনের একটি বাঘাআইড় মাছ। বৃহস্পতিবার (৪ নভেম্বর) শান্ত হালদার নামে এক জেলের জালে ধরা পড়ে মাছটি।

মাছটির খবর পেয়ে চরভদ্রাসন সদর বাজারের মাছ ব্যবসায়ী রিপন (৪১) গোপালপুর ঘাট এলাকা থেকে ৩৬ হাজার পাঁচশত টাকা দিয়ে মাছটি কিনে আনেন। ওই মাছ ব্যবসায়ী মাছটি চরভদ্রাসন বাজারে নিয়ে আসলে মাছটি দেখতে উৎসুক জনতার পাশাপাশি ক্রেতারা ভিড় জমাতে থাকে।

মাছ ব্যবসায়ী রিপন জানায়, সকালে সে গোপালপুর ঘাট এলাকা থেকে ৩৬ হাজার ৫শ’ টাকায় মাছটি ক্রয় করেছে। মাছটি কেটে উনিশটি ভাগ করে প্রতি ভাগ মাছ ২ হাজার টাকা দরে বিক্রয় করেছে সে। এই মাছটি বিক্রয় করে তার এক হাজার পাঁচশত টাকা লাভ হয়েছে বলে জানায় রিপন।

উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান বলেন, পদ্মা নদীতে মাঝে মধ্যেই জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ার সংবাদ পাওয়া যায়। এটা আমাদের জন্য একটি সুসংবাদ বটে। তাছাড়া সরকারিভাবে প্রতি বছর বিভিন্ন সময়ে নদীতে অভিযান পরিচালিত হওয়ায় এ সকল মাছ বড়
হওয়ার পাশাপাশি বংশ বিস্তারের সুযোগ পায়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply